সূত্র জানায়, এখানে শুধু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝড়ের তেমন কোনো প্রভাব নেই।
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদী সকাল থেকেই বেশ শান্ত রয়েছে। মাঝপদ্মায় তেমন ঢেউ না থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে লঞ্চ ছেড়ে গেছে।
বিআইডব্লিইটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, এই নৌরুটের পদ্মা নদী স্বাভাবিক রয়েছে। মাঝপদ্মায় তেমন ঢেউ নেই। এ কারণে আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখিনি। ঘাটে যাত্রীদের বেশ চাপও রয়েছে। এখানকার পরিস্থিতি খারাপ হলে তখন লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরো বলেন, সকাল ৭টা থেকেই লঞ্চ চলাচল করছে।
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
আরএ