ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে গণপূর্ত বিভাগের কর্মচারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
বাগেরহাটে গণপূর্ত বিভাগের কর্মচারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটে গণপূর্ত বিভাগের পানির পাম্পচালক নিলু মিয়ার (৫৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের গণপূর্ত বিভাগের বাগানের গাব গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে।

তিনি বাগেরহাট গণপূর্ত বিভাগের পানির পাম্পচালক পদে কর্মরত ছিলেন।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, বিভাগের কর্মীদের কাছে খবর পেয়ে সকালে নিলু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে লুৎফর রহমান আরও জানান, বুধবার রাত ১০টার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। সকালে নিলুকে ঘরে না দেখে খুঁজতে শুরু করেন তারা। একপর্যায়ে বাগানে গাব গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।