ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌহালীতে কারেন্ট জাল জব্দ, ৭ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
চৌহালীতে কারেন্ট জাল জব্দ, ৭ জেলের কারাদণ্ড আটক জেলেরা

সিরাজগঞ্জ: ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে সাত জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার ঘোড়জান ও ভুতের মোড় এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার চালুহারা গ্রামের মো. আব্দুল মালেক (২৩), একই এলাকার সোহেল রানা (২২), রতন শেখ (২০), এরশাদ আলী (৩০) ও সাইফুল ইসলাম (২৫), খাস পুখুরিয়া দক্ষিণপাড়া গ্রামের শামছুল হক (২৫) এবং ফুলহারা গ্রামের মো. হানিফ শেখ (২৪)।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে ঘোড়জান ও ভুতের মোড় এলাকায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। এসসয় ১৪টি কারেন্ট জাল (১৩ হাজার মিটার) জব্দ ও সাত জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।