শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সিংড়ায় উপজেলা পরিষদের হলরুমে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে সিংড়া উপজেলার পাঁচ লাখ মানুষকে উন্নত জীবনের জন্য ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, ১২টি ইউনিয়নের ফাইবার অপটিক্যাল দিয়ে হাজার হাজার শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষা দিয়েছি। ২৫২ কোটি টাকা ব্যয়ে চলনবিল ডিজিটাল সিটি নির্মাণ হচ্ছে। যেখানে ২০ হাজার শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসসহ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজা ২০১৮ উদযাপন উপলক্ষে সিংড়া উপজেলার ৯৮টি পূজা মণ্ডপের অনুকূলে চাউলের ডি.ও. শাড়ি, টিশার্ট ও ফেস্টুন বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এনটি