ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ২৪৮ বস্তা সরকারি চালসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
বিজয়নগরে ২৪৮ বস্তা সরকারি চালসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৪৮ বস্তা সরকারি ওএমএস’র চাল ও ট্রাকসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার আহম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে রহিম (৪০) ও বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের জামাল (৫০)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে চাল ভর্তি একটি ট্রাক জব্দ ও ট্রাকে থাকা দুই ব্যক্তিকে আটক করে এনএসআই সদস্যরা। পরে তারা ওই ফাঁড়ির পুলিশের কাছে চালসহ তাদের সোর্পদ করে।  

চালের বস্তাগুলো বিজয়নগরের চম্পকনগর বাজার থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।