ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পে আবারো ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পে আবারো ধস জামালপুরের ইসলামপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পে ধস

জামালপুর: জামালপুরের ইসলামপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের মোরাদাবাদ অংশে আবারো ধস দেখা দিয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) হঠাৎ প্রকল্পের প্রায় ১শ’ ফুট নদীগর্ভে বিলীন হয়ে  যায়। এতে এলাকবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনার ভাঙন থেকে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার সরকারি-বেসরকারি স্থাপনা, হাটবাজার, রাস্তাঘাট, ব্রিজ-কার্লভাট, বসতভিটা ও হাজার হাজার একর ফসলি জমি রক্ষার জন্য প্রায়  ৪শ’ ৬০ কোটি টাকা ব্যয়ে দেওয়ানগঞ্জ ফুটানি বাজার থেকে মাদারগঞ্জের সীমানা পর্যন্ত যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্প নামে ১টি তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়।

প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, বাঁধে বার বার ধস দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা।  প্রকল্পের পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ অংশে এর আগে আরো ৩ জায়গায় প্রায় ৩শ’ ফুট এবং উলিয়াবাজার অংশে ১শ’ ফুট বিলীন হয়েছে। গত বৃহস্পতিবার হঠাৎ আবারো প্রায় ১শ’ ফুট নদীগর্ভে বিলীন হওয়ায় আতঙ্ক কাটছে না ওই এলাকার মানুষের।

স্থানীয় হাফেজ আলী, সুরুজ মিয়া জানান, একদিকে নিম্নমানের কাজ আবার নদী থেকে বালু উত্তোলন হওয়ায় যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের মোরাদাবাদের বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে 

পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফেতেখার আলম বাবুল জানান, বাঁধ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার ব্যাপক ক্ষতি হতে পারে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রকল্প সংলগ্ন এলাকায় গভীরতার সৃষ্টি হওয়ায় প্রায় ৩০ মিটার ধসে গেছে। মেরামতের জন্য জিও ব্যাগ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।