ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই বাসের সংঘর্ষ, এনা পরিবহনের চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
বগুড়ায় দুই বাসের সংঘর্ষ, এনা পরিবহনের চালক নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এনা পরিবহনের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী। 

শনিবার (১৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



নিহত আকাশ হোসেন (৩০) বগুড়ার শাজাহানপুর উপজেলার করমবাড়িয়া গ্রামের টুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।  

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি বাংলানিউজকে জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মা মনি পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের বাসের চালক আকাশ হোসেন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন বাংলানিউজকে জানান, ১৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ও ১ জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শজিমেকে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে আহতদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমবিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।