ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের গুলি বিনিময়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের গুলি বিনিময়ে নিহত ১

যশোর: যশোরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ে তাইজুল (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১৩ অক্টোবর) ভোরে যশোর শহরের বেগম মিল এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত তাইজুল শহরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, ভোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী তাইজুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটতে পারে।  নিহত তাইজুলের বিরুদ্ধে ৬-৭টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮ 
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।