ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌহালীতে ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
চৌহালীতে ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।

শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত জেলেদের নাম পরিচয় জানা যায়নি।

ইউএনও (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান শনিবার (১৩ অক্টোবর) সকালে বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার উমারপুর ও ভূতের মোড় সংলগ্ন যমুনা নদীতে অভিযান চালানো হয়।  

অভিযানে ২৪টি কারেন্ট জাল (২২,০০০ মিটার) ও ২৫ কেজি ইলিশ জব্দ এবং ওই ৪ জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডদেশ দেওয়া হয়।

জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।