শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
ইউএনও (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান শনিবার (১৩ অক্টোবর) সকালে বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার উমারপুর ও ভূতের মোড় সংলগ্ন যমুনা নদীতে অভিযান চালানো হয়।
অভিযানে ২৪টি কারেন্ট জাল (২২,০০০ মিটার) ও ২৫ কেজি ইলিশ জব্দ এবং ওই ৪ জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডদেশ দেওয়া হয়।
জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৮
আরএ