ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের সাজার রায়ের প্রতিবাদে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

শনিবার (১৩ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এরপর প্রতিবাদ সমাবেশ করেন তারা।

 

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের  সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
 
সমাবেশে বক্তারা তারেক রহমানসহ শীর্ষনেতাদের সব মামলা বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এডি/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।