ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
বরিশালে হাজতির মৃত্যু

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারে মারামারি মামলার আসামি মানিক হাওলাদার (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার চরখাজুরিয়া হযরত আলী হাওলাদারের ছেলে।

তিনি গত ১ মে থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।

সূত্রে জানা যায়, গত রোববার (৭ অক্টোবর) কারাগারের ভেতরে মানিক অসুস্থ হলে কারা চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।