ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

২৩তম অধিবেশনের মেয়াদ বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
২৩তম অধিবেশনের মেয়াদ বাড়লো

জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমান সরকারের শেষ অধিবেশন বৃহস্পতিবারই শেষ হওয়ার কথা ছিল। তবে চলতি অধিবেশন এদিনই শেষ না হয়ে শনিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে ২৩তম অধিবেশনের ৫ম কার্যদিবস শেষে শনিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আগামী শনিবার, রবি ও সোমবার পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে জানা গেছে।

চলতি অধিবেশনে বেশ কয়েকটি বিল পাসের জন্য কমিটি থেকে চূড়ান্ত করে পাঠানো হয়েছে। এসব বিল নিষ্পন্ন করার জন্য অধিবেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বর্তমান সরকারের মেয়াদের শেষ অধিবেশন এটি। এবারের অধিবেশনের পর আর কোন অধিবেশন বসবে না। তবে যদি বিশেষ কোন প্রয়োজন পড়ে তাহলে রাষ্ট্রপতি যেকোন সময় অধিবেশন আহ্বান করতে পারেন।

এরআগে ২১ অক্টোবর অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় চলতি অধিবেশন বৃহস্পতিবার (২৫ অক্টোবর) শেষ হবে।

বর্তমান সরকারের পাঁচ বছর পূর্ণ হবে আগামী ২৮ জানুয়ারি। সংবিধান অনুযায়ী পাঁচ বছর পূর্ণ হওয়ার পূর্বের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন হওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে আগামী ২৮ অক্টোবর থেকে ৯০ দিনের দিনক্ষণ গণনা শুরু হবে। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একাদশ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে। সেই হিসেবে এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।