ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিএনজি অটোরিকশা খাদে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
সিএনজি অটোরিকশা খাদে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

ফেনী:  ফেনীর ফুলগাজীতে সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে মারুফ হোসেন (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিক্সায় থাকা বাকিরাও।

উপজেলার ঘনিয়া মোড়ায় এলাকায় বৃহস্পতিবার (২৫অক্টোবর) সন্ধ্যায় সিএনজি খাদে পড়ে এ ঘটনা ঘটে। তখন মারুফ তার ফুফুর সাথে ফুলগাজী বরইয়া গ্রামে বেড়াতে যাচ্ছিল।

স্থানীয়রা জানায়, নিহত ছাত্র পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের  মোঃ ফারুক আহমদের ছেলে। নিহতের লাশ ফেনী সদর হাসপাতালে মর্গে আছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফেনী আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মোস্তাফিজুর রহমান মর্গে মৃত দেহ থাকার তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৮
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।