ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন আটক বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন আটক-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সুন্দরবনের বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন গাজীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আটক মোমিন উপজেলার পার্শ্বেখালী গ্রামের মৃত হামিজউদ্দীন গাজীর ছেলে।

 

এ বিষয়ে কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের মেডিকেল অফিসার মো. আমির হোসেন বাংলানিউজকে বলেন, চুনকুড়ি তিন নদীর মোহনায় বনদস্যু নুর আলম বাহিনীর সদস্যরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বনদস্যু মোমিনকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। আটক বনদস্যু মোমিনকে আইনী প্রক্রিয়া শেষে শ্যামনগর থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।