ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নৌকাকে জয়যুক্ত করলে দেশে গরিব থাকবে না: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
নৌকাকে জয়যুক্ত করলে দেশে গরিব থাকবে না: অর্থমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা ও নৌকাকে জয়যুক্ত করলে দেশে তেমন গরিব থাকবে না। বর্তমান সরকারকে আরো ৫ বছর ক্ষমতায় রাখলে দারিদ্রতার হার ১০% নেমে আসবে। এখন ৩ কোটি মানুষ গরিব। এর মধ্যে ১ কোটি মানুষ অতি দরিদ্র। এদেরকে উপরে নিয়ে আসতে হবে। আমরা চাই ২০৪০ সালে দেশে কোন গরিব থাকবে না। তবে কিছু গরিব থাকবেই যারা প্রতিবন্ধি, বিধবা ও বয়স্ক। তারা সব সময়ই রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে। ১৬ কোটি মানুষ থেকে যখন দেড় কোটি মানুষকে দারিদ্রের হার থেকে বের করে নেব, তখনই আমাদের পূর্ণাঙ্গ সাফল্য আসবে। 

তিনি আরও বলেন, সেজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি লক্ষ্য নির্ধারণ করেছেন। আর সেটা হলো ২০৩০ সাল।

আমরা যখন ৩০ সালে পৌঁছাবো তখন দেড় কোটি মানুষ ছাড়া কেউই আর গরিব থাকবে না। সব শেষ ভিশন হচ্ছে ২০৪০ সাল। তখন আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবো এবং আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। আগামী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা হবে তবে আমাদেরকেই জনগন আবার ক্ষমতায় নিয়ে আসবে বলে আমার বিশ্বাস ।  

গতকাল (২৫ অক্টোবর বৃহস্পতিবার) সিলেট সদর উপজেলা বড়শলা (নয়া বাজারে) সিলেট সদর উপজেলায় ১০ বছরে উন্নয়ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।  

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শ্রমিক নেতা মোঃ তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের  সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ ইপতার হোসেন পিয়ার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা খাদিম নগর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আপ্তাব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, তথ্য  ও গবেষনা সম্পাদক এইচ.এম.এ মালিক ঈমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান বিলাল, মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া, খাদিম পাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।  

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আয়াত উল্লাহ বুধু, বশির আহমদ মেম্বার, জালাল আহমদ, ডাঃ জালাল উদ্দিন, জুনেদ আহমদ সরকার, শফিকুর রহমান দুদু, হাজী নাছির উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ উপজেলা যুবলীগ নেতা হাজী আরিফ আহমদ সুমন, শফিক মিয়া, ইকলাল আহমদ, জয়নাল আবদীন, মোবারক হোসেন, আনছার আলী মেম্বার, আবুল কালাম আজাদ, দিলয়ার হোসেন, আব্দুস সামাদ, আবুল হাসনাত, পারভেজ আহমদ, মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শাহজাহান, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, লুৎফুর রহমান, হাজী হেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আসাব উদ্দিন, মখন মিয়া, মক্ররম আলী, মুসলিম মিয়া, মানিক মিয়া, আব্দুল গনি, তাজির আলী, লাল মিয়া, মুক্তার হোসেন, হানিফ আলী, দুদু মিয়া, ফরিদ উদ্দিন, এস.এম তারা মিয়া, ইন্তাজ আলী, মাসুক মিয়া, দুলন কর্মকার, নান্টু সরকার, মনির উদ্দিন, জিতু মিয়া, সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেন, কুতুব উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক শাহাদত হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম আজম জয়। ইরণ শাহ, আক্তার হোসেন, মইনূল ইসলাম ফাহিম, এয়ারপোর্ট ইউনিট ছাত্রলীগ নেতা রাকিব হাসান, নীলয় হাসান অপু মুরাদ, মুন্না, পাপ্পু আহমেদ, সামাদ আহমেদ, ফরিয়াদ, রহমান, আলমাছ আলী, রোহেল, জাবেদ আহমদ, শফিকু ইসলাম জয়, মেহেরাব হোসেন অপু, মতিউর রহমান সুমিন, ফয়সল আহমেদ, সবুজ, সাগর, এমরুল, কাওছার, মিটুন, সাকিব, এ.এইচ.বিজয়, মহিবুর রহমান, আল আমিন খান, আকিব, সাকিল, তারেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।