ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
তাড়াশে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছেলের লাঠির আঘাতে ওসমান আলী প্রামাণিক (৭০) নামে এক বাবার নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল বাংলানিউজকে জানান, ওসমান প্রামাণিকের একমাত্র ছেলে ফারুক আইন বিষয়ে পড়াশোনা শেষে সিরাজগঞ্জ আদালতে ইন্টার্নি করছেন।

বাড়িতে এলে বাবার সঙ্গে ছেলের মাঝে মধ্যেই ঝগড়া হতো।  

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মোটা একটি বাঁশের লাঠি দিয়ে ওসমান প্রামাণিকের মাথায় আঘাত করেন ফারুক। এতে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

অবস্থার অবনতি হওয়ায় রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান বলেও জানান ওই চেয়ারম্যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।