ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
শায়েস্তাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, আটক ২ নিহত মামুন মিয়া

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ওলিপুর এলাকার আব্দুল আহাদ মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত মামুন সদর হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মৃত নূর আলীর ছেলে।

তিনি উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই।

নূরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া বাংলানিউজকে জানান, মামুন ওলিপুরে একটি বেসরকারি কোম্পানির কর্মরত ছিলেন। নিজামপুরের বাড়ি থেকে গিয়ে তিনি অফিস করতেন। তবে প্রায়ই ওলিপুরের উল্লেখিত বাসাটিতে তার বন্ধুদের নিয়ে রাতে থাকতেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতেও একজন সহকর্মীসহ দু’জনকে নিয়ে ওই বাসায় রাতে থাকেন। পরদিন সকালে স্থানীয় একজন লোক মামুনের মরদেহ বাসার গেটে দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মামুনের জিহ্বায় কামড় দেয়া অবস্থায় ছিল বলেও জানান ওই চেয়ারম্যান।
 
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।