ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
কেরানীগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ পুলিশ-ট্রাক মালিক শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা ১ম সেতু টোল মুক্তির দাবিতে কেরানীগঞ্জে ট্রাক মালিক শ্রমিকের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে পাঁচ জন। এতে পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক।

শুক্রবার (২৬ অক্টোবর ) সকাল ৯টা থেকে হাসনাবাদ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে ট্রাক মালিক শ্রমিকরা।

গুলিবিদ্ধরা হলেন- ট্রাক চালক আকাশ ও হেলপার মাসুদ, সোহেল, আলামিন, মানিক, তাসলিমা ও এক প্রতিবন্ধী ভিক্ষুক।

এদের মধ্যে প্রতিবন্ধী ভিক্ষুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এছাড়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক রিপন, কনস্টেবল রবি ও আবুল খায়েরসহ প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে গুলিবিদ্ধ ট্রাক চালক আকাশ ও হেলপার মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, সকাল ৯টা থেকে বুড়িগঙ্গা ১ম সেতু টোল মুক্তির দাবিতে কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে ট্রাক মালিক শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশও আত্মরক্ষার্থে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়।  

পরে প্রায় দেরঘণ্টা ধরে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের স্থানীয় ইকুরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) পরিদর্শক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।