ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় নিহত ফেনীর তিনজনের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
দক্ষিণ আফ্রিকায় নিহত ফেনীর তিনজনের দাফন সম্পন্ন নিহত তিনজনের জানাজা। ছবি: বাংলানিউজ

ফেনী: দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে নিজ দোকানে আগুনে পুড়ে নিহত হওয়া ফেনীর তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।

তিনজনের মধ্যে একজনের বাড়ি ফেনীর সোনাগাজী ও অপর দুই সহোদর দাগনভূঁইয়ার উপজেলার বাসিন্দা। তার সম্পর্কে মামা-ভাগ্নে।

 

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে দাগনভূঁয়া উপজেলার ফাজিলের গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দুই সহোদর ও তাদের মামার মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বাদ জোহর দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরের লোডিয়ামের বিলাল মসজিদে তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ অক্টোবর) ভোরে আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে চার বাংলাদেশির মৃত্যু হয়।

নিহত চারজন হলেন- ফেনীর দাগনভূঞা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বজলের রহমান খানের ছেলে মমিনুল হক (৫০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল খায়ের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও মোশারফ হোসেন (২৮) এবং জামালপুরের মোহাম্মদ ইব্রাহীম। আনোয়ার ও মোশারফ সম্পর্কে মমিনুলের ভাগ্নে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।