ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রা‌কের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
গাজীপুরে ট্রা‌কের ধাক্কায় পথচারী নিহত

গাজীপুর: গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার স‌ফিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আজমল খান (৩৮) না‌মে এক পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৬ অক্টোবর) দুপু‌রে ঢাকা টাঙ্গাইল মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত আজমল খান ফ‌রিদপু‌রের কোতোয়ালি থানার রগুনন্দনপুর এলাকার মৃত জামাল উ‌দ্দিন খা‌নের ছে‌লে।

 

সালনা হাইও‌য়ে থানার সা‌র্জেন্ট মো. শিবলু মিয়া বাংলানিউজকে জানান, স‌ফিপুর এলাকায় বাসা ভাড়ায় থে‌কে এক‌টি কোম্পানি‌তে চাকরি করতেন আজমল খান। দুপু‌রে তিনি স‌ফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়‌দেবপুরগামী এক‌টি ট্রাক তা‌কে ধাক্কা দেয়। এ‌তে তি‌নি গুরুতর আহত হন।  

স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে শেখ ফ‌জিলাতুন‌নেছা মে‌মো‌রিয়াল কে‌পি‌জে হাসপাতাল নি‌য়ে গে‌লে দায়িত্বরত চি‌কিৎসক আজমল খান‌কে মৃত ঘোষণা ক‌রেন।  

খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে ওই ট্রাক ও চালককে আটক ক‌রে। এ ব্যা‌পারে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮ 
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।