ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পিকআপভ্যানের চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
মাদারীপুরে পিকআপভ্যানের চাপায় নিহত ২

মাদারীপুর: মাদারীপুরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর-শরিয়তপুর সড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- শরিয়তপুরের চর নিয়ামতপুর এলাকার কবির খান (৩৫) ও ফরিদপুরের নগরকান্দা এলাকার মেজবাহ হাফিজউল্লাহ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুরের মনোয়ারা থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে মাদারীপুর যাচ্ছিলেন মেজবাহ। মোটরসাইকেলটি মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান সেটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হয় দুইজন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যান মোটরসাইকেল চালক কবির। পরে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহও মারা যান। মেজবাহ হাফিজউল্লাহ পেশায় একজন ফায়ার সার্ভিস কর্মী ছিলেন বলে জানা গেছে।

মাদারীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের দু’জনের মাথায় গুরুতর আঘাত ছিল। এদের মধ্যে হাসপাতালে আনার আগেই কবিরের মৃত্যু হয়। কয়েক মিনিট পরেই মেজবাহও মারা যায়।  

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল হক সরদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে একজন চালক ও অপরজন ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন। দুর্ঘটনার পরে ঘাতক চালক পালিয়ে গেলেও পিকআপভ্যানটি জব্দ করেছে পুলিশ। ’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮/আপডেট:২০৫৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।