ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক মামলায় কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বরিশালে মাদক মামলায় কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় পুলিশের কনস্টেবলসহ ২ জনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩১ অক্টোবর) বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকার আলী হোসেন সরদারের ছেলে আবু সাঈদ সরদার ও বরিশালের এয়ারপোর্ট থানা এলাকার মৃত আইয়ুব আলী আকনের ছেলে মেহেদী হাসান।

 

ইয়াবাসহ আটকের সময় মেহেদী হাসান বরিশালে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার কনস্টেবল ছিল।

রায়ে মেহেদী হাসানকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও আবু সাঈদ সরদারকে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি উভয়কে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় আবু সাঈদ উপস্থিত ছিলেন।  

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার এসআই হেমায়েত উদ্দিন খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে সলিয়াবাকপুর ইউনিয়নে অভিযান চালায়।

এসময় মেহেদী হাসানকে ২৯ ও আবু সাঈদ সরদারকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। যে ঘটনায় এসআই হেমায়েত উদ্দিন খান বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

একই বছরের ২৬ আগস্ট তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মো. নজরুল ইসলাম আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।