ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চালককে খুন করে ভ্যান ছিনতাই, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
চালককে খুন করে ভ্যান ছিনতাই, আটক ১

রাজশাহী: রাজশাহীর চারঘাটে ভ্যানের জন্য এর চালককে খুন করা হয়েছে। এরপর পালানোর সময় চোর সন্দেহে এক যুবককে আটক করেছেন গ্রামবাসী। পরে আল-মামুন (১৯) নামের এই যুবকের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে নিহত ভ্যানচালক রাজু আহমেদের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহত ভ্যানচালক রাজু আহমেদ জেলার বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের মাছপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। ভাড়ায় নিয়ে গিয়ে চারঘাটের হাবিবপুরে তাকে গলাটিপে হত্যা করা হয়।

আটক মামুনের বাড়ি একই উপজেলার বাউসা গ্রামে। তার বাবার নাম মহির আলী। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে।  

রাজশাহীর চারঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বারী বাংলানিউজকে জানান, বুধবার রাত ৮টার দিকে চারঘাটের নন্দনগাছি যাওয়ার কথা বলে রাজুকে বাঘার হরিনাপুর থেকে ভাড়ায় নিয়ে যাওয়া হয়। পরে রাত দেড়টার দিকে হাবিবপুরে গলাটিপে হত্যা করা হয়। এসময় ভ্যান নিয়ে পালাচ্ছিলেন আল-মামুনসহ অন্যরা।  

তবে স্থানীয় গ্রামবাসী চোর সন্দেহে তাদের ধাওয়া করে। এ সময় মামুনকে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যান। পরে স্থানীয়রা চারঘাট থানায় খবর দেয়।

পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে মামুন জানান, চালককে খুন করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে। এরপর সকালে পুলিশ মামুনকে নিয়ে গিয়ে ধানক্ষেতের ভেতর নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ পরিদর্শক আবদুল বারী বলেন, চারঘাটের এই হত্যাকাণ্ডের ঘটনায় আটক মামুন জানিয়েছেন, তারা মোট তিনজন ছিলেন। অন্য দু’জনকে আটকের চেষ্টা চলছে। আর রাজশাহী-নাটোরের একের পর এক এসব খুনের ঘটনায় তাদের যোগসূত্র আছে কী না তা খতিয়ে দেখা হবে। ভ্যানচালক রাজু খুনের ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।  আটক আল-মামুনকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।  

আদালতে মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হবে বলেও জানান চারঘাট থানার পুলিশ পরিদর্শক আবদুল বারী।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।