ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১০ কারখানায় ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
গাজীপুরে ১০ কারখানায় ভাঙচুর জানালার কাচ ভাঙচুর। ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার গুজবে ১০ পোশাক কারখানায় ভাঙচুর করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় মিতালী ফ্যাশন লিমিটেড নামক এক পোশাক কারখানায় এক শ্রমিককে চুরির দায়ে হত্যা করেছেন ওই কারখানার কর্তৃপক্ষ এমন গুজব উঠে।

পরে ওই কারখানায় শ্রমিকরা বুধবার (৩১ অক্টোবর) বিকেলে বিক্ষোভ করেন।

একপর্যায়ে পুলিশ ও কারখানার কর্তৃপক্ষ ওই শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন এবং বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে তাকে কারখানায় হাজির করা হবে বলে অন্য শ্রমিকদের জানানো হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে ওই শ্রমিককে হাসপাতাল থেকে কারখানায় আনতে দেরি হওয়ায় কারখানার শতশত শ্রমিক আশপাশের ১০ থেকে ১৫টি কারখানায় ভাঙচুর করে এবং ওইসব কারখানার শ্রমিকদের ডেকে আনে।

গাজীপুর শিল্প পুলিশের কাশিমপুর অঞ্চলের কনস্টেবল মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, শ্রমিক হত্যার গুজবে ডেলটা স্পিনিং, মুনটেক্স, মাল্টি ফেব্রিক্স, ডেলটা কম্পোজিটসহ ১০ থেকে ১২টি কারখানায় ভাঙচুর করেন শ্রমিকরা। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের কোনাবাড়ী অঞ্চলের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কাশিমপুরের হাতিমারা এলাকায় অবস্থিত মিতালী ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা তাদের কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে এমন গুজব ছড়ায়। পরে তারা কোনাবাড়ী এলাকায় যমুনা গার্মেন্টস, তুসুকা ও কেয়া স্পিনিং কারখানার গেট ও জানালার ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।