ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
শরীয়তপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের খালেক পাঙ্খাদার (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নে উপজেলার পূর্ব সোনামুখী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খালেক ওই গ্রামের মৃত আব্দুল গণি পাঙ্খাদারের ছেলে।

 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, খালেকের সঙ্গে তার প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার মামলার তারিখ থাকায় সকালে শরীয়তপুর আদালতে বাড়ি থেকে রওয়ানা হন খালেক। পথে পূর্ব সোনামুখী গ্রামের আইউব আলী মাদবরের বাড়ির কাছে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রের আঘাতে খালেককে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।