ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ক্রেনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
নারায়ণগঞ্জে ক্রেনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেওভোগে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের ক্রেনের নিচে চাপা পড়ে রাকিব (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে দেওভোগের আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিব ওই এলাকার দিনমজুর জাহিদুল ইসলামের ছেলে।

নিহত শিশুটির স্বজনদের অভিযোগ, নিরাপত্তা বেষ্টনি ছাড়াই ওই বাড়িতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পায়লিংয়ের কাজ করায় এ দুর্ঘটনাটি ঘটেছে।  

ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) শাফিউল আলম বাংলানিউজকে জানান, দেওভোগের আদর্শনগর এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রিপন মিয়ার মালিকাধীন বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। শিশু রাকিব সেখানে খেলা করছিল। এ সময় পাইলিংয়ের ক্রেন খসে পড়লে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ ব্যাপারে নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।