ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে পিকআপের সিলিন্ডার বিস্ফোরণ, অসুস্থ ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বনানীতে পিকআপের সিলিন্ডার বিস্ফোরণ, অসুস্থ ৮

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত আটজন অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে নৌ-বাহিনী সদর দফতরের সামনের এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক আবদুর রাজ্জাক (৪৫), মাক্রোবাস চালক খোকন (৪০), মো. করিম (৩২), বিল্লাল (২৫), সোহেল (৩৪), মোজ্জামেল (৪৩), আবদুল হাসেম (৫০) ও সাইদুল (৩০)।

অসুস্থ অটোরিকশা চালক রাজ্জাক বাংলানিউজকে জানান, যাত্রী নিয়ে ফার্মগেটের উদ্দেশে যাওয়ার সময় নৌ-বাহিনী সদর দফতরের সামনের রাস্তায় যানজটে পড়েন। এসময় হঠাৎ একটি পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গ্যাস ছড়িয়ে পড়ে তিনিসহ যানজটে আটকে থাকা আরও অন্তত আটজন অসুস্থ হয়ে পড়েন।

বানানীর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন জানান, বনানীতে মহাখালীগামী একটি পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গ্যাসে ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।