ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সচিবের ৫ পদে রদবদল, দুই দফতরে নতুন ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
সচিবের ৫ পদে রদবদল, দুই দফতরে নতুন ডিজি

ঢাকা: প্রশাসনে সচিব পদের পাঁচজন কর্মকর্তার রদবদল করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব দেওয়া হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১ নভেম্বর) পাঁচ সচিব ছাড়াও আরো দুই দফতরে মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে।
 
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

আর স্থানীয় সরকারি বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করেছে সরকার।
 
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) মো. আসাদুল ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।
 
জাতীয় পরিকল্পনা ও উইন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) মো. কামাল উদ্দিন তালুকদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করেছে সরকার।
 
পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবুল মনসুর মো. ফয়জুল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এবং দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।   
 
প্রশাসনে বর্তমানে সিনিয়র সচিব, সচিব ও সচিব পদমর্যাদার ৭৮ জন কর্মকর্তা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।