ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির পরনে সাদা চেক শার্ট ও চেক লুঙ্গি ছিলো।

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল ধাক্কায় আহত হয় ওই ব্যক্তি।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৯টায় মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসা পথচারী মো. অয়ন বাংলানিউজকে জানান, শ্যাওড়া রেলক্রুসিঙের উল্টো পাশে বাসস্ট্যান্ডে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় দ্রুতগতির একটি মোটরমাইকেল ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।