ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ঝিনাইদহের মানচিত্র

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (২ নভেম্বর) দিবাগত রাতে তার মৃতু হয়। এর আগে রাত ৯টার দিকে মহাসড়কের পাশ থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

নিহত শফিকুল ঝিনাইদহ শহরের হামদহ এলাকার পটলা তরফদারের ছেলে।  

নিহত শফিকুল ইসলামের নিকট আত্মীয় বাংলানিউজকে জানান, রাত ৯টার দিকে বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হন শফিকুল। কিছুক্ষণ পর তার বাড়িতে খবর আসে ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহের তেঁতুলতলা নামক স্থানে শফিকুল আহত অবস্থায় পড়ে ছিল। তাকে স্থানীয়রা উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো জানান, আহত শফিকুলের অবস্থা খুব খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ঘটনাটি সড়ক দুর্ঘটনা। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮/আপডেট:  ১০৪০ ঘণ্টা
এএ/আরএ​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।