ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের ওপর বাণিজ্যিক অবরোধের হুমকি ইইউ’র 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
মিয়ানমারের ওপর বাণিজ্যিক অবরোধের হুমকি ইইউ’র 

ঢাকা: মিয়ানমারে পরিস্থিতির উন্নয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নিরসন না করলে দেশটির ওপর বাণিজ্যিক অবরোধের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসের ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮-৩১ অক্টোবর ইউরোপীয় কমিশনের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফর করেন। সেখানে তারা মিয়ানমারের মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

মিয়ানমার থেকে প্রতিনিধি দল ব্রাসেলস ফিরে গিয়ে এই বিবৃতি দেয়।  

বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের মানবিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নিরসনে ইউরোপীয় ইউনিয়ন দেশটিকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে এই কার্যক্রমে মিয়ানমার ব্যর্থ হলে বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে।  

ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক বিষয়ক কমিশনার সিসিলিয়া মাল্মস্ট্রম বলেছেন, ইউরোপীয় প্রতিনিধি দল মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এরপর আমরা প্রত্যাশা করছি দ্রুততম সময়ে মিয়ানমার পরিস্থিতির উন্নয়ন ঘটাবে। তবে তারা ব্যর্থ হলে ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত সুবিধার বিষয়ে পদক্ষেপ নেবে ইইউ।  

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন, কাচিন ও শান রাজ্যের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে গত ২৮-৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা দেশটি সফর করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।