ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে অটোরিকশা উল্টে কৃষকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
ঈশ্বরদীতে অটোরিকশা উল্টে কৃষকের মৃত্যু

ঈশ্বরদী: ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরে ইঞ্জিনচালিত ভুটভুটি-অটোরিকশার সংঘর্ষে আব্দুর সরদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ নভেম্বর) দুপুর ১২টায় দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার থেকে উত্তরে মারমী সরকারি হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর সরদার ওই ইউনিয়নের কালিকাপুর বাজার সংলগ্ন গোরস্থানপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার বাংলানিউজকে জানান, দুপুরে আব্দুর সরদার বাড়ি থেকে অটোরিকশায় দাশুড়িয়া হাটের উদ্দেশে রওয়ানা হন। অটোরিকশাটি মারমী সরকারি হাসপাতাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ৩/৪ জন যাত্রী সামান্য আহত হন। এদের মধ্যে আব্দুর সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।