ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
কলাপাড়ায় ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ৬৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ নভেম্বর) ভোরে কুয়াকাটার আবাসিক হোটেল সি-বিচ ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই মাদকবিক্রেতা হলেন- হিরা হাওলাদার ও ফিরোজ আলম।

তাদের উভয়ের বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে কুয়াকাটার আবাসিক হোটেল সি-বিচের ২০৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক ফিরোজসহ এই চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ন‌ভেম্বর ০৩, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।