ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
দিনাজপুরে মাদকসহ আটক ১

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আল-আমিন (২৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

শনিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার মতিহারা বাজার থেকে তাকে আটক করা হয়। আল-আমিন বিরামপুর উপজেলার বিজুল সরকারপাড়ার মো. গোলাম মোস্তফার ছেলে।


 
র‌্যাব ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মতিহারা বাজার থেকে ২১৮ বোতল ফেনসিডিলসহ 
ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।  

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।