ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
গুলশানে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঢাকা: রাজধানীর গুলশানে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০২ নভেম্বর) রাত ১২টার দিকে গুলশান থানাধীন এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শনিবার (০৩ নভেম্বর) বিকেলে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

 

শিশুটির পরিবারের বরাত দিয়ে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, ওই এলাকার একটি বাসার নিচতলায় শিশুটির পরিবার ভাড়া থাকে। তার বাবার একটি চায়ের দোকান আছে। ওই বাসার দ্বিতীয় তলায় সাবলেট ভাড়া থাকে লন্ড্রি দোকানদার রেজাউল করিম।  

শুক্রবার রেজাউল শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে গিয়ে বাথরুমে আটকে ধর্ষণ করেন। এরপর বাসায় ফিরে শিশুটি তার বাবা-মায়ের কাছে সব খুলে বলে। পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে রেজাউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রেজাউলের বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এজেডএস/এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।