ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে এনবিআরের ‘শোকেসিং’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে এনবিআরের ‘শোকেসিং’

ঢাকা: ট্যাক্স ও ভ্যাটসহ রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার যেসব নতুন উদ্ভাবনী প্রদক্ষেপ নিয়েছে সেগুলোর ‘শোকেসিং’ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের নিচতলায় শোকেসিং অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ।
 
অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এর আওতাধীন বিভিন্ন দফতর, জাতীয় সঞ্চয় অধিদফতরের উদ্ভাবনী উদ্যোগের শোকেসিং করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে এনবিআরের কমিশনার কানন কুমার রায় বাংলানিউজকে বলেন, বর্তমান সরকার ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যে এনবিআর ও তার নিয়ন্ত্রাণাধীন অধিদফতরগুলো যেসব উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে সেগুলোর বিস্তারিত তুলে ধরা হবে। যাতে সাধারণ মানুষের মধ্যে এনবিআর সম্পর্কে সব ধরনের সঠিক ধারণা রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।