ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বছর না ঘুরতেই বিরল ব্রিজ সংযোগ সড়কের ধস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বছর না ঘুরতেই বিরল ব্রিজ সংযোগ সড়কের ধস শুরু বিরল ব্রিজ সংযোগ সড়ক

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার বেতুড়া-ভান্ডারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সড়কের তুলাই নদীর ওপর ব্রিজের উত্তর পূর্ব সংযোগ সড়কটি মেরামতের বছর না ঘুরতেই ধস শুরু হয়েছে। 

ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারী। ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত সংস্কার কাজ না হলে যে কোনো মুহূর্তে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

রোববার (৪ নভেম্বর) সকালে ওই সড়কে ঘুরে এমনই পরিস্থিতি দেখা যায়।

স্থানীয় বাসিন্দা হারিসুল ইসলাম বাংলানিউজকে বলেন, বর্ষার আগে ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। এসময় সড়কটি সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিলে উপজেলা প্রকৌশলীর দফতর সড়কটি রক্ষণাবেক্ষণ কাজ শুরু করেন। সংস্কার কাজ করার পর আবারও বর্ষা যেতে না যেতেই ব্রিজের উত্তর-পূর্ব সংযোগ সড়কের নিচের অংশ নদীতে দেবে গিয়ে ধস শুরু হয়। আবারও বৃষ্টি শুরু হলে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।  

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাকিউর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।