ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু ফেরি চলাচল শুরু।

মাদারীপুর: ৬ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। কুয়াশা কিছুটা কুয়াশা কমে যাওয়ায় বুধবার (৭ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কুয়াশা কিছুটা কমতে শুরু করায় সকাল সোয়া ৮টার দিকে ঘাট থেকে দু’টি ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

ঢাকাগামী যাত্রী শিবচরের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা  কাওসার মুন্সি বলেন, ভোর থেকে ঘাটে অপেক্ষায় ছিলাম কুয়াশা কমে যাওয়ার। সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছে। তবে মাঝপদ্মায় এখনো কুয়াশা রয়েছে।

কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশা কিছুটা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়:০৯০২ ঘণ্টা, ৭ নভেম্বর, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।