ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৭ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
৭ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু ক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাট (ফাইল ফটো)

লক্ষ্মীপুর: ঘন কুয়াশার কারণে সাতঘণ্টা বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে বুধবার (৭ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে বুধবার সকাল ৭ টার দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে ফেরি কনকচাঁপা ভোলায় উদ্দেশ্যে ছেড়ে গেছে।

৮ টায় ছেড়ে গেছে কলমিলতা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল কিরম রাজু বলেন, রাতে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরিচালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পারার ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে  ৯টি ট্রাকসহ ১৫টি যানবাহন নিয়ে কনকচাঁপা ও যাত্রীবাহী বাস নিয়ে ৮টায় কলমিলতা ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।