ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও না ফেরার দেশে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও না ফেরার দেশে

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্ত্রীর মারা যাওয়ার খবর শুনে ফজলুল হক (৬৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দিনগত মধ্যরাতে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।

মৃত ফজলুল হক উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের বাসিন্দা।

তিনি পার্শ্ববর্তি কালীগঞ্জ উপজেলার দুহুলী উচ্চ বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) সহকারী শিক্ষক ছিলেন।

মৃতদের ভাতিজা কাজি আবু মুসা বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে শিক্ষক ফজলুল হকের স্ত্রী রোকেয়া বেগম (৬০) বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ খবর শোনা মাত্র হাসপাতালেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফজলুল হক। শিগগির চিকিৎসকরা ফজলুল হককে হাসপাতালে ভর্তি করেন। ২০/৩০ মিনিট পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাদের দু'জনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতদের নামাজে জানাজা দুপুর আড়াইটায় মদনপুর এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।