ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে মাদকবিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
টেকনাফে মাদকবিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সোনা মিয়া। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদক মামলার পলাতক আসামি ও মাদকবিক্রেতা আলী হোসেন ওরফে সোনা মিয়ার (৩৯) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোনা মিয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘড়িয়াপাড়ার মোবারক আলীর ছেলে।

বুধবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার হোয়াইক্যং-বাহারছড়া অভ্যন্তরীণ সড়কের ঢালাপথ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (আইসি) সুব্রত রায় একদল পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে পাহাড়ি ঢালাপথ থেকে পরিত্যক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি মাদকবিক্রেতা সোনা মিয়ার বলে সনাক্ত করা হয়েছে। তবে এসময় ঘটনাস্থল থেকে আর কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশের দাবি, মাদকবিক্রেতাদের অভ্যন্তরীণ কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় তিনটি মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। ময়না-তদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।