ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে আগুনে পুড়ে ১০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
সুবর্ণচরে আগুনে পুড়ে ১০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ১০টি দোকান ও একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (৭ নভেম্বর) ভোরে ইউনিয়নের ছমিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- জামসেদ রেস্টুরেন্ট, ইতরা পাঠাগার, পারভেজ টেলিকম, ফরিদ টি-স্টল, নারায়ণ সাইকেলমার্ট, একটি সেলুন, একটি গ্যারেজ, একটি টেইলার্স ও দু’টি ঘরসহ ১০টি।

বাংলানিউজকে স্থানীয়া জানায়, ভোরে ছমিরহাট বাজারের ফরিদের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি দোকানের মূল্যবান মালামাল, নগদ টাকা ও একটি অটোরিকশা পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন অগ্নিকান্ডের বিষয়টি বাংলানিউজক নিশ্চিত করেছেন।  

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মাইজদী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ক্ষয়-ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ শেষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।