ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
কেরানীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেরানীগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মো. তানভীর ভূঈয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (০৭ নভেম্বর) বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের করেরগাও ও কলাকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৬ নভেম্বর) রাতে একই থানাধীন আব্দুল্লাহপুর ফেরিঘাট এলাকায় একটি রিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এ ঘটনায় বুধবার সকালে আব্দুল্লাহপুর এলাকায় এ বিষয়ে বিচার বসে। বিচারের একপর্যায়ে দুইপক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে কলাকান্দী এলাকার তানভীরসহ উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর আহতবস্থায় তানভীরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই বারেক মাতবর বাংলানিউজকে বলেন, কলাকান্দী এলাকার মজিবর ও করেরগাও এলাকার আশকর মেম্বারের সঙ্গে ঝামেলা নিয়ে বসা হয়েছিলো। আশকর মেম্বারের লোকজন অতর্কিতভাবে হামলা শুরু করে। তাদের লোকজনের ইটের আঘাতে আমার ভাই মারা গেছে। আমরা এ হত্যার বিচার চাই।  
তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া বাংলানিউজকে বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বাংলানিউজকে বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়াও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।