ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে গুলির ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
সীমান্তে গুলির ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব সীমান্তে বিজিপি সদস্যরা | ফাইল ছবি

ঢাকা: উখিয়া সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৭ নভেম্বর) বাংলাদেশ এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। তবে বরাবরের মতো মিয়ানমার ঘটনার দায় অস্বীকার করেছে।

সূত্র জানায়, গত ৪ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উখিয়ার রহমতের বিল এলাকায় গুলি চালায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। সেদিন দুপুরে তিন দফায় ৪১ রাউন্ড গুলি চালায় বিজিপি। ওই ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গাসহ দুই যুবক আহত  হন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে। মন্ত্রণালয়ের দক্ষিণ ও পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেনের দপ্তরে সেই ঘটনা ‍তুলে ধরে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র মিয়ানমারের রাষ্ট্রদূতকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। তবে বরাবরের মতো মিয়ানমারের রাষ্ট্রদূত ঘটনার দায় অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।