ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে র‌্যাব পরিচয়দানকারী ২ ভুয়া সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
তাড়াশে র‌্যাব পরিচয়দানকারী ২ ভুয়া সদস্য আটক আটক র‌্যাব পরিচয়দানকারী দুই ভুয়া সদস্য

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার মাধাইনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সলঙ্গা থানার ঝাঐল পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আনিছুর রহমান (৪০) ও আবু সাঈদ প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৩)।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মো. রওশন আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাধাইনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।  

এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির দুই হাজার ৯০০ টাকা, তিনটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা
হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।