ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাপাহারে সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
সাপাহারে সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু

নওগাঁ: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (৫০) ও মনোয়ারা বেগম (৪৫) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে সাপাহার-পোরশা রাস্তার তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার ভাগপারুল গ্রামের হাজের উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ও তার ছোট ভাই আনারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তাজপুর এলাকায় একটি অটোরিকশার সঙ্গে গরু বোঝাই ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে পড়ে গিয়ে মমতাজ ও মনোয়ারা ঘটনাস্থলেই মারা যান।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে তাদের পরিবারে কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।