ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়ায় ডাকটিকিটে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
অস্ট্রেলিয়ায় ডাকটিকিটে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা  বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ডাকটিকিট

ঢাকা: অস্ট্রেলিয়ান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিচ্ছবি সম্বলিত আলাদা দু’টি ডাকটিকিট সরকারিভাবে প্রকাশ করেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই ডাকটিকেটের মূল্য অস্ট্রেলিয়ান মুদ্রায় ১ ডলার নির্ধারণ করা হয়েছে।  

এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদশে সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।