ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিনামূল্যে বীজ দিলো মাশরাফির ফাউন্ডেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
বিনামূল্যে বীজ দিলো মাশরাফির ফাউন্ডেশন প্রান্তিক কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইলে এক হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে প্রান্তিক কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করা হয়।

আন্তর্জাতিক ধান গবেষণা ইনিস্টিউটের সহযোগিতায় এক হাজার কৃষকের মধ্যে প্রত্যেককে পাঁচ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়।

 

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আনজুমান আরা বেগম, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, ইরি বাংলাদেশের প্রতিনিধি ডক্টর হোমনাথ ভান্ডারী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মরয় কুমার কুন্ডু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।