ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিষ্ণু মূর্তিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
জয়পুরহাটে বিষ্ণু মূর্তিসহ আটক ২ বিষ্ণু মূর্তিসহ আটক ২। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট শহরের চিত্রাপাড়া মহল্লার একটি ছাত্রাবাস থেকে ১ কোটি টাকা মূল্যের একটি বিষ্ণু মূর্তিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। 

রোববার (১১ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়। এরপর সোমবার (১২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বিষয়টি জানান।

আটকরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে মুনছুর রহমান (৪৫) ও আক্কেলপুর উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মৃত রাম নারায়নের ছেলে অখিল (৫২)।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শহরের চিত্রাপাড়া মহল্লার এআরকে ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ব্যক্তি পালিয়ে গেলেও অখিল ও মুনছুরকে বিষ্ণু মূর্তিসহ আটক করা হয়।  

মূর্তিটির বর্তমান বাজার মূল্য এক কোটি টাকাও বেশি ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।