ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে অটোচালকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
সোনারগাঁয়ে অটোচালকের লাশ উদ্ধার ছবি: ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে অটোচালক শাকিলের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে গলায় গামছা পেচিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে দাবি পুলিশের।

সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়াপাড়া এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাকিল নারায়ণগঞ্জের আড়াইহাজার বালিয়াপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

সোনারগাঁও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ জানান, শাকিল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে দুর্বৃত্তরা গলায় গামছা পেচিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে। তবে কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।